top of page
Silinda Ideal School History

পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে আরম্ভ করছি।

প্রিয় শিলিন্দাবাসী, আপনারা অবগত আছেন শিলিন্দা আইডিয়াল স্কুল দীর্ঘ ০৮ (আট) বৎসর যাবৎ শিক্ষা সহায়ক কার্যক্রম চালিয়ে আসছে। আমাদের এই কার্যক্রম পরিচালনায় অসংখ্য শিক্ষার্থী ও অভিভাবকদের ভালবাসা, বিশ্বাস ও আস্থা অর্জন করতে সক্ষম হয়েছি। যা আমাদের এই পথ চলায় অনুপ্রেরণা হিসেবে কাজ করছে। অভিভাবকদের আন্তরিক বিশ্বাস এবং তাদের দাবী ও আমাদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন শিলিন্দা আইডিয়াল স্কুল প্রতিষ্ঠা করা। আমি মহান সৃষ্টিকর্তার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি যে, তিনি আমাদের এরকম একটি সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। বিদ্যালয়টির ‘এডুকেশন সিস্টেম’ অর্থাৎ শ্রেণী কক্ষে ছাত্র শিক্ষক অনুপাত, পাঠদান পদ্ধতি, পরীক্ষা পদ্ধতি এবং ফলাফল প্রকাশের পদ্ধতি এমনভাবে সাজানো হয়েছে যে একজন শিক্ষার্থী নিজেকে সময়পোযোগী, আত্মবিশ্বাসী ও ভাল ছাত্র হিসেবে গড়ে তুলতে পারবে। প্রতিষ্ঠানটির নিজস্ব একটি ওয়েব সাইট থাকবে, যেখান থেকে শিক্ষার্থীরা তাদের নিজেদের সম্পর্কে ধারণা লাভ করতে পারবে। এর ফলে কোন অভিভাবককে তার সন্তানের খোঁজ খবর নিতে এখন আর কোন শিক্ষকের দ্বারস্থ হতে হবেনা।

ঘরে বসেই মোবাইল সেট অথবা কম্পিউটারের মাধ্যমে ওয়েব সাইট থেকে প্রত্যেক অভিভাবক তার সন্তানের প্রতিদিনের ক্লাস পারফরমেন্স, মাসিক পারফরমেন্স এবং সাময়িক পরীক্ষার ফলাফল জানতে পারবে। এছাড়াও শিক্ষার্থীদের ডায়েরির মাধ্যমেও প্রযোজনীয় তথ্য অভিভাবকদের জানানো হবে। এই প্রক্রিয়ায় একজন শিক্ষার্থী কেবল তার নিজের সম্পর্কেই জানতে পারবে না, সাথে সাথে অন্যান্য শিক্ষার্থীদের সাথে তার অবস্থান তুলনা করার সুযোগও সে পাবে।ফল প্রকাশের ক্ষেত্রে কেবলমাত্র সাময়িক পরীক্ষার ফলাফলকে বিবেচনায় রাখা হবে  না।এক্ষেত্রে একজন শিক্ষার্থীর প্রতিদিনের ক্লাস পারফরমেন্স ও শ্রেণি কক্ষের উপস্থিতি এ দুটি বিষয়কে অন্তর্ভূক্ত করে প্রতিটি বিষয়ের উপর ফল প্রকাশ করা হবে। কেননা আমরা মনে করি শুধুমাত্র একটি পরীক্ষার ভালো-মন্দ যাচাই করে শিক্ষার্থীর প্রতিভার মূল্যায়ন করা সঠিক নাও হতে পারে। এজন্য শিক্ষার্থী যেন তার প্রতি দিনের পড়া প্রতিদিন শেষ করে এই ব্যাপারটিকে উৎসাহিত করা হয়েছে। নিয়মিত অধ্যয়নকারি একজন শিক্ষার্থী ভাল ছাত্র হতে পারে বলে আমরা বিশ্বাস করি। এ বিবেচনাকে সামনে রেখেই ফলাফল প্রকাশের এরূপ পদ্ধতি নির্ধারণ করা হয়েছে। আমি মনে করি এটি একটি যুগান্তকারি পদক্ষেপ, যা বিদ্যালয়টিকে একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য দান করবে। ফলাফল প্রকাশের এই পদ্ধতি গতানুগতিক ধারার বাইরে গিয়ে করা হয়েছে, যা কি-না একজন শিক্ষার্থীকে ধীরে ধীরে আত্মবিশ্বাসী হয়ে গড়ে উঠতে সাহায্য করবে।
মাতৃভাষা বাংলাকে শিক্ষার মাধ্যম হিসেবে রাখা হয়েছে। সেই সাথে ইংরেজি ভাষাকেও সমান গুরুত্বের সাথে বিবেচনা করা হয়েছে। শিক্ষা জীবনের শুরু থেকেই একজন শিক্ষার্থী যেন ইংরেজি ও সাধারণ জ্ঞানের উপর ভাল প্রস্তুতি গ্রহণ করতে পারে, সেজন্য বোর্ড নির্ধারিত বইয়ের পাশাপাশি প্রাক-প্রাথমিকে সাধারণ জ্ঞান, ১ম ও ২য় শ্রেণিতে English Grammar, Word Book,  ৩য় ও ৪র্থ শ্রেণিতে English Grammar, Active English, ৫ম, ৬ষ্ঠ,৭ম ও ৮ম শ্রেণিতে English Grammar, Spoken English, Word Bank পড়ানো হবে। সেই সাথে প্রত্যেক শ্রেণিতে শ্রেণি উপযোগী সাধারণ জ্ঞান পড়ানো হবে। তবে এই বইগুলো যেন কোন অবস্থাতেই বাড়তি চাপ সৃষ্টি না করে সেদিকে বিশেষ খেয়াল রাখা হয়েছে।
মোঃ মাহাবুবুল আলম রুমেল,
প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক,
শিলিন্দা আইডিয়াল স্কুল,
রাজপাড়া, রাজশাহী।

Contact Us

আপনার ছেলে/মেয়ে কিংবা যে কোন বিষয়ে মতামত পেশ করুন !

​Md : Mahbub Alam Rumela

Founder and Managing Director

Shilinda Ideal School

Rajpara, Rajshahi, Bangladesh.

Mobail : 01719-474530, 01845-871066

Email :

Web Address : ShilindaIdealSchool.com

© 2017 Shilinda Ideal School of Bangladesh. All rights reserved.

Design & Developed By                            

Online Visitors Counter

Total Visit :

Success! Message received.

bottom of page