




Head Teacher's Message
মানুষ আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি। এ মানুষের মুনষ্যত্বের বিকাশে শিক্ষা অপরিহার্য। এ জন্য আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষাকে নর-নারীর অবশ্য অর্জনীয় বিষয় বলে ঘোষণা করেছেন। এছাড়া বর্তমান বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকার তাগিদেও শিক্ষার কোনো বিকল্প নেই। যুগোপযোগী শিক্ষা বিস্তারে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় নিয়ে এগিয়ে চলেছে ‘শিলিন্দা আইডিয়াল স্কুল’। মানব সম্পদ উন্নয়নের মাধ্যমে দেশোন্নয়নের মহান কর্মপ্রয়াসে এ প্রতিষ্ঠান বিজ্ঞান ভিত্তিক ও কার্যকর শিক্ষা
কার্যক্রম অভিভাবক মহল ও পরিচালনার মহান কর্মপ্রয়াসে এ প্রতিষ্ঠান বিজ্ঞান ভিত্তিক ও কার্যকর শিক্ষা কার্যক্রম অভিভাবক মহল ও পরিচালনার সাথে সংশ্লিষ্ট সকলের সমন্বিত প্রচেষ্টায় ‘শিলিন্দা আইডিয়াল স্কুল’ দেশব্যাপী সুনাম অর্জন করেছে। আল্লাহ্তায়ালার কাছে প্রার্থনা করছি জাতি গঠনের পথে শিক্ষকমন্ডলির এই কর্ম প্রয়াসকে তিনি যেন সার্থক করেন।‘শিলিন্দা আইডিয়াল স্কুল’ তার কর্মপ্রয়াস যাতে আরও বেগবান করতে পারে সেজন্য সর্বমহলের আন্তরিক সহযোগিতা কামনা করছি। সবার সহযোগিতা পেলে আমরা এ প্রতিষ্ঠানকে তার অভীষ্ট লক্ষে এগিয়ে নিতে সক্ষম হবো। কেবল দেশের শ্রেষ্ঠ ফলাফল অর্জনকারী প্রতিষ্ঠানই নয়, একে আমরা সাফল্যের বহুমাত্রিক শিখরস্পর্শী এক শিক্ষায়তন রূপে গড়ে তুলতে পারবো ইনশা-আল্লাহ।